শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০১১

একটি নিরক্ষর মুক্ত সমাজ গঠনের চলমান আন্দোলন ও আলোর ঝিলিক



আলোর ঝিলিক। একটি অরাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক স্বেচ্ছাসেবী প্রয়াস। ছিন্নমূল শিশুদের এক ভালবাসার নাম। অসহায় ছিন্নমূল শিশুদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে এনে দেশমাতৃকার কল্যাণে নিয়োজিত করাই আমাদের মূল লক্ষ্য।

ছিন্নমূল শিশুদের জীবনযাত্রা:
একজন ছিন্নমূল শিশু আমাদের সমাজেরই একজন প্রতিনিধি। আমাদের সমাজেরই একজন সদস্য । আপনার আমার মতই একজন মানুষ। আপনার আমার সন্তানের মতই একজন সন্তান। কিন্তু! আপনার আমার মতই একজন মানুষ হয়েও সে কি সুস্থ, সুন্দর ও স্বাভাবিক ভাবে বেছে থাকার স্বপ্ন দেখতে পারছে? আপনার আমার মতই কী ওর মুখে হাসি ফুটে? আপনার আমার মতই কী ও একজন ভাল, আদর্শিক বড় মাপের একজন হওয়ার স্বপ্ন দেখতে পারে? আপনার আমার সন্তানের মতই কী ও ভাল পুষ্টিমানের খাবায় পায়? একটি ভাল স্কুলে যেতে পারে? খেলাধুলার জন্য ওরা কি পারে ভদ্রজনদের সাথে মিশতে? এসবের উত্তর যে না হবে এটাই সত্য, এটাই আজকের বাস্তবতা। কিন্তু কেন? এসবের উত্তর আজকের ভোগবাদ সমাজে করা যে অবাঞ্চনীয় এবং অহেতুক এটা সবার জানা, তবু প্রশ্নটা চলেই আসে।
 আজ আমাদের চারপাশে অনেক ছিন্নমূল শিশু রয়েছে যাদের জীবনযাত্রার মান অত্যন্ত নিম্ন মানের। তারা না পায় ভালো পুষ্টিকর খাবার, ভালো জামাকাপড়, সুশিক্ষা আর না পায সভ্যতার  চলমান আলোর সাথে পরিচিত হতে। ফলে তারা ধীরে ধীরে হয়ে উঠে সমাজের জন্য বোঝা আবার কখনও কখনও হয়ে উঠে দেশের সেরা সন্ত্রাসী! এই যে দেশের সেরা তন্ত্রাসীর তকমা তাদের ভাগ্যে জুটে এর জন্য কে দায়ী? তারা নাকি আমরা? নাকি আমাদের এই সমাজ ব্যবস্থা? এ নিয়ে আমাদের ভাবা উচিত নয়ত এর মাশুল জাতি হিসেবে আমাদের দিতে হবে যুগের পর যুগ।

বস্তির ছিন্নমূল শিশুদের করুণ জীবন:
আমরা যারা শহুরের জীবনযাত্রার সাথে অভ্যস্থ তারা রাস্তা ফুটপাত কিংবা শহরের অলি গলিতে প্রতিনিয়ত এ দৃশ্যটা প্রায় দেখি এ সব ছিন্নমূর শিশুর অবাধ বিচরন। কখনও এই শিশুরাই রাস্তার মাঝে এসে চিকার করবে- ভাইজান, আপু, একটা ফুল কিনবেন? আবার এ শিশুরাই অলি গলির অন্ধকারে দাড়িয়ে বলবে- যা কিছু আছে বের কর। আপনার সবর্স্ব ছিনিযে নিবে আবার কখনও বা এই শিশুদেরকেই দেখবেন মদ, হিরোইন সহ বিভিন্ন মাদক চোরাচালানের সাথে জড়িত  । এই হতাশাগস্থ জীবনে কী তাদের আলো আসবে না? তারা কি সত্যিই অভিশপ্ত? এজন্য কি কেবল তারাই দায়ী? আমাদের এ সমাজ বা সভ্যতার কী কোন দায়বদ্ধতা নেই? মনুষত্বহীন সমাজে হয়ত এর দায়বদ্ধতা নাও থাকতে পারে তবে আমরা যারা মনুষত্বের দাবীদার তাদের তো অন্তত এর দায়বদ্ধতা রয়েছে। যদি থেকেই থাকে তবে প্রশ্ন হল আমরা এই দায়বদ্ধতার কতটুকু পালন বা শোধ করছি? (চলবে)

রবিবার, ২৭ নভেম্বর, ২০১১

ভালবাসার আপডেট


  ডিসেম্বর:২০১১
এক. শিক্ষা উপকরণ বৃত্তি প্রদান
গত 2 ডিসেম্বর, কাচিঝুলি, ময়মনসিংহ ইউনিটের ছিন্নমূল শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বৃত্তি প্রদান করা হয়। 
দুই. আনন্দ মোহন কলেজ জোনাল পরিষদ গঠন  ও বিদায়ী সংবর্ধনা
গত ২৯ ডিসেম্বর ২০১১ সালে বৃহস্পতিবার আলোর ঝিলিকের আনন্দ মোহন কলেজ, ময়মনমনসিংহ এর জোনাল পরিষদ ঘোষনা করা হয়।  পাশাপাশি কলেজ থেকে বিদায় নেয়া আমাদের কেন্দ্রীয সভাপতি হাসমত আলী তরফদার মানিক এর বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। আলোর ঝিলিকের স্বেচ্ছাসেবক বন্ধুরা হাসমত আলী তরফদার মানিককে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।

নভেম্বর :২০১১
এক. গোহাইলকান্দি ইউনিট উদ্বোধন
গত ২৫ নভেম্বর শুভ উদ্বোধনব হল আলোর ঝিলিকের নতুন ইউনি গোহাইলকান্দি বস্তি ইউনিট। অনেক ধুমধাম আর আনন্দের সাথে বস্তির ছিন্নমূল বন্ধুদের উপস্থিতে উদযাপিত হল আমাদের নতু ইউনিটটি। সকাল দশটার মাঝেই ধীরে ধীরে ছিন্নমূল বন্ধুরা তাদের অভিভাবক নিয়ে উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে থাকে। এক সময় সবার অংশগ্রহণে কোলাহলমুখর হয়ে উঠে উদ্বোধন অনুষ্ঠানটি। অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি বৃন্দ তাদের মূল্যবান বক্তব্য প্রদান করেন। আগামীর সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। সবশেষে মিষ্টিমুখ করে শুভ উদ্বোধন ঘোষণা করা হয় আলোর ঝিলিকের নতুন ইউনিট। 
 উল্লেখ্য, এ ইউনিটের আওতায় ২০ জন ছিন্নমূল শিশুদের শিক্ষা উপকরন বৃত্তি প্রদান করা হয়। এরা স্কুল জীবন ব্যাপী আলোর ঝিলিকের শিক্ষা উপকরণ বৃত্তি পাবে। 
 দুই. কাচিঝুলি ইউনিটের  শিক্ষা উপকরণ বৃত্তিপ্রদান
নভেম্বর ৪ তারিখে কাচিঝুলি ইউনিটের ছিন্ণমূল শিশুদের মাঝে শিক্ষা উপকরণ প্রদান করা হয়। এদিন কাচিঝুলি ইউনিটের ৩০ জন বন্ধুদের এ শিক্ষা উপকরণ প্রদান করা হয়। এ শিক্ষা উপকরণ বৃত্তিপ্রদান অনুষ্ঠানে আমাদের আলোর ঝিলিকের স্বেচ্ছাসেবক বন্ধুরা উপস্থিত ছিলেন।